তোমার স্পর্শের অনুভুতি কেমন তা জানি না, তোমার হৃদয়ের স্পন্দন নিজ কানে শুনিনি কোনদিন, তোমার চুলের অবিরাম ঢেউয়ে হারিয়ে যাওয়ার সাহস করিনি কখনওতোমার ঠোঁট... অনুভব করতে শিখেছি শুধু তোমায় দেখে আমি তো তোমার কেউ নই তবু কেন বারবার সামনে তোমায় দেখি ?
কেউ যদি মঙ্গলের আশায় অমঙ্গলকে আলিঙ্গন করে তাতে দোষের কিছুই নেই ...😊😊
No comments:
Post a Comment