Thursday, February 15, 2018

বিনিময়.. | ভালবাসা

একটা সময় খুব ইচ্ছে ছিল গীটার বাজানো শিখবো, কিন্তু আজও হয়ে ওঠে নি।কত মানুষ বলেছিল আমার গীটারের শব্দের সাথে গান গাইবে,আজ তারা সবাই সুখের গান গায় অন্যকারো সাথে,অন্যকারো সংসারে..😊
ভেবেছিলাম, একটা মানুষ এর সাথেই সারাজীবন থাকবো,সেটাও হয়ে ওঠে নি,সেও হঠাৎ না বলেই হারিয়ে গেছে কিন্তু তাকে কোন দোষ দেওয়াটা ঠিক হবে না,শুধু বলবো নিয়তি আমাদের সাথে খেলেছে বা ভাগ্য আমাদের সাথে ছিল না!!
মাঝেমাঝে কিছু মানুষ আসে,প্রয়োজন শেষ হলে চলেও যায়,ধরে রাখার Try করিনি কোনদিন।
ভেবেছিলাম এবার হয়তো একটা মানুষ আমাকে বুঝবে, তাও হল না!!এই প্রথম কোন একটা মানুষ এর জন্য এতটা কষ্টে ভরে গেছে জীবনটা,হয়তো সেও চলে গেছে অন্যকোন গন্তব্যে বা যাবে!!
হয়তো আমিও ভুলে যাব অনেক কিছুই,অন্যকেউ আসবে আবার হাতটা ধরার জন্য,তারপর সেও চলে যাবে!!
এই হাত দুটি দিয়েই কত মানুষকে তার গন্তব্যে পৌছে দিয়েছি,কিন্তু তার বিনিময় কি নিয়েছি তাদের কাছে আজও আমার জানা নেই!! যদি নিজে ফায়দা লুটতে চাইতাম,তাহলে অনেক সুন্দর মানুষ আমার ভোগের বস্তু হতো।শুধুমাত্র মানুষ বলেই অন্য মানুষগুলোকে ভোগের বস্তুতে রূপান্তর করিনি,কারন revenge কথার সাথে আমি পরিচিত নই বা এই কথার কোন value আমার জীবনে নেই!!
আজ অবধি কোন মানুষ হাতের ময়লা গুলোকে ঝেড়ে দিয়ে হাতটা ধরে রাখতে চায়নি,সবাই ময়লার দোহাই দিয়ে শুধু হাত ছেড়ে দেবার ধান্ধাটাই খুঁজতো!!
হাসতে ইচ্ছে করছে ভীষণ কিন্তু হাসতে হাসতে যদি চোখে পানি আসে তাই হাসতে পারছি না!!
এতদিন অনেকের স্বপ্ন পূরনের মাধ্যম ছিলাম আমি,আর আজ আমি নিজেই আমার স্বপ্ন ভাঙ্গার কারন হলাম।একটাই ছিল স্বপ্ন, শুধু ভালো থাকা সেটাও আজ মরীচিকায় পরিণত হল.....

ডায়েরীর শেষ পাতাটা রাখা আছে তোর জন্য | ভালবাসা

কিছু মনে রাখতে হলে ডায়েরীর পাতায় লিখে রাখাটা কতটা জরুরী আজ অবধি জানা হয়নি।ডায়েরী লিখার অভ্যাস নেই বললেই চলে,হাতের লেখা ভালো না বলেই হয়তো লেখা হয়নি এতদিন,আর হাতের লেখা ভালো করার কোন তাড়াও নেই এখন।
তবে এতটুকু বুঝেছি,তোকে , তোর স্মৃতিগুলো,তোর পায়ের প্রতিটা চিহ্ন, তোর ঠোঁটের হাসি মনে রাখার জন্য কোন ডায়েরীর প্রয়োজনীয়তা নেই আমার।
তারপরো আমার স্বপ্নগুলোর বাস্তবিক রূপ দেওয়ার কোন ইচ্ছে নেই।বাস্তবিক রূপ দিতে গেলেই হারানোর সম্ভাবনা থেকেই যায়।আর তোকে হারাতে হবে এটা ভাবতেই খুব কষ্ট হয়!! তুই যদি কোনদিন হারিয়ে যাস,তবে মনে রাখিস সেদিন থেকেই চিরতরে হারয়ে যাবে একটা সাজানো স্বপ্নের বাগান।বাগানে ফুল ছিল একটাই কিন্তু সুবাস ছাড়াতো  হাজারও ফুলের সুগন্ধে।
তাই নিজের ডাইরীতে নিজের কথা নাই লিখলাম,ডাইরীটা রেখে যাব বাকিটা তুই নাহয় লিখে নিস.....!!
সাজিয়ে লিখবি কিন্তু তোর মনের মত করে, আমার না বলা কথাগুলো....😊😊

অবাধ্য মন | ভালবাসা (LOVE)

অনেক দিন ধরে গড়ে ওঠা স্বপ্নগুলো ভেঙ্গে যাওয়াটা কেউ সহজেই মেনে নিতে চাইবে না,কিন্তু কিছুর করার থাকে না বলেই বাধ্য হয়েই মেনে নিতে হয়!!
"বাধ্য হয়ে মেনে নেওয়া "  কথাটা অনেক সহজ,কিন্তু মেনে নেওয়াটা তেমন  সহজ না। এর জন্য জীবনের অনেক ক্ষতিও হতে পারে। কিন্তু কার কথা কে ভাবে?আমিতো ভালই আছি,বাকিরা কি করছে আমি ভাববো কেন?
আমি বলছি না, আমি ভাল মানুষ, এটাও প্রমান করতে চাইছি না "আমি সবার থেকেই আলাদা"।
এখন বাস্তবতাকে মেনে নিয়ে কিছু কথা বলি,একটা নেশাগ্রস্থ মানুষ তার স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়,নেশাটা ছেড়ে একটা ভাল জীবনের স্বপ্ন দেখে,সেই মানুষটার যদি স্বপ্নগুলো ভেঙ্গে  যায় বা কেউ ভেঙ্গে দেয় তাহলে তার মনের অবস্থা কি হতে পারে,কতটা নিচে নামতে পারে এই মানুষটা? এটাতো আমার  ভাবার প্রয়োজন নেই,কারন আমিতো ভালই আছি!
একটা মানুষ কি আমার কাছে,সেটা না জেনেই তার সাথে মেশার প্রয়োজনীয়তা কতটুকু? আমি ভাল আছি ভেবেই কি প্রয়োজনীয়তা খোঁজা হয়  না থাহলে? আমি বারবার প্রশ্নগুলোর উত্তর অন্যদের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি,কারন আমি জানি উত্তরগুলো আমার বিপরীতে চলে যাবে তাই।
নিজেকে সৎ,ভাল প্রমান করতে চাইলেই প্রমান করা যায় না।কয়টা ভাল কাজ করেই ভাল মানুষ হওয়া যায় না,ভাল মানুষ হতে হলে ভাল মনের দরকার হয়।মানুষ মুখে যা বলে তার সবটাই ঠিক না,মানুষ এর সাথে মিশলেই কি বুঝা যায় মানুষটা খারাপ কি না ভাল?
একটা মেয়ে যখন দেহ ব্যবসা করে তার মানেই কি মেয়েটা খারাপ?এমনোতো হতে পারে তার এই অবস্থার জন্য আমার মতই কেউ দায়ী!!হতে পারে, সে তার পরিবার,তার পেটের দায়ে এই রাস্তায় এসেছে?এর মানে এটাও না যে সবাই ভাল!!প্রত্যেক মানুষের মাঝেই ভাল খারাপ থাকে,কেউ একটু বেশি ভাল,কেউ একটু বেশি খারাপ!! এর কারন হলো,মানুষ পারফেক্ট হয়ে জন্ম নেয় না।
আমরা আজ যেটাকে পারফেক্ট ভাবছি,সেটা হল এই যুগের আপডেট ভার্সন! কিছু দিন পরপর যেটাকে আপডেট দিতে হয়!!
ভুলে গেলে কি করে হবে,আমরা একসময় কাপড় পরতাম না,গাছের পাতা, বাকল ছেড়েছি, মেয়েরা তাদের কাপড় ছেড়ে দিয়ে নিজেদের পারফেক্ট করার জন্য কি না করছে(সবাই না)।তবে কি ধরে নেব আমার বাবা পারফেক্ট ছিল না!!

জীবনটা আমার,স্বপ্নগুলো  আমার,
আর স্বপ্নগুলোর যখন বাস্তবিক রুপ আমি দিতে পারবো,তখনি নিজেকে পারফেক্ট মনে হবে,এটা প্রমান করার কিছুই নেই।

Tuesday, February 13, 2018

ব্যবধান | ভালবাসা (LOVE)

একা একা বসে যখন রাতগুলো কাটতে চায় না নীরবের তখন কেমন জানি একটা যন্ত্রণা অনুভব হতো তার কিন্তু যখন তার মনে হতো কেউ একজন তার জন্য অপেক্ষায় আছে তখন একটা অফুরন্ত ভালোলাগা কাজ করতো নীরবের।
আজ অনেকটা দিন পার হয়ে গেছে কিন্তু দুজনের কোন দেখা নেই,কথা নেই তারপরো দুজন দুজনকে যেন আগের চেয়ে দ্বিগুণ ভালবাসে।কিন্তু তারা জানে না আবেগী ভালবাসার মূল্য এই সমাজ দিতে রাজি নয়।
একটা সময়ে প্রতিমা হাসতো, খেলতো আর পাখি হয়ে উড়তে চাইতো আকাশে। নীরব সেই পাখির ডানা হয়ে থাকার কতই না চেষ্টা করতো।
এইতো কিছুদিন আগের কথা,প্রতিমা খোলা মাঠে যখন একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটাছুটি করতো নীরব তখন ভালাসার মাঝে তার ভালোলাগা গুলো খুঁজতে থাকতো।অজান্তে ভালবাসর মাঝেও আর বেশি ভালবাসতো প্রতিমাকে। কিন্তু এখন আর তাদের সময় হয় না,পাশাপাশি থেকে ভালবাসার।কতকিছুই আজ বাঁধা হয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে,নিয়তি লেখকে যেন আজ বড়ই পাষণ্ড মনে হয় আর সময়কে যেন মনে হয় বাঁধার স্তম্ভ। কিন্তু নীরবের সাথে প্রতিমার ব্যবধান এতটুকুই...
প্রতিমা শহরের অট্টালিকায় জন্মানো ধনীর আদরের দুলালী,
আর নীরব কৃষকের কুঠিরে জন্মানো এক কৃষক পুত্র।
একটা সময় ছিল, পাখিদের মত দিন শেষে সন্ধ্যায় ঘরে ফেরার তাড়া ছিল তাদের,আর এখন সন্ধ্যা মানে একটা সূর্য অস্ত মাত্র।
আজ একা হেঁটে চলেছে নীরব আর ভাবছে, রাস্তাগুলো আছে আগের মতই সাথে নিয়ে আলোগুলোকে।আছে আস্ত শহরটা,তবু শহরের কোথাও একটা বিশাল ফাঁক। এটাকেই কি শূন্যতা বলে? না এটা একলা থাকার ফল?
কিন্তু নীরব হয়তো জানে না,এই শহরটা বাঁচে সাথে আলোগুলো। শুধু নীরবদের বাঁচাটা আবছা হয়ে যায়। ওই বড় চোখদুটো আর বোকা বোকা হাসি মাখা মুখটার মতই।
আবছা হয় আস্তে আস্তে,কিন্তু চলে যায় না। ফিরে আসে প্রতিবার। একই রাতে,একই পথে।
শুধু কিছু একলা মানুষ বেঁচে থাকে ''সম্ভব নয়'' শোনার জন্য সারাজীবন।

কেউ যদি মঙ্গলের আশায় অমঙ্গলকে আলিঙ্গন করে তাতে দোষের কিছুই নেই ...😊😊